ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

পরিবর্তনের জন্য একটি আয়াত’ই যথেষ্ট : নোমান আলী খান

প্রকাশিত: ০৪:৩৪, ১ মার্চ ২০২৫

পরিবর্তনের জন্য একটি আয়াত’ই যথেষ্ট : নোমান আলী খান

ছবি : সংগৃহীত

আল্লাহতায়ালা সূরা হাদিদের চার নাম্বার আয়াতে বলেন, “আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন।”

তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা কখনোই একা নও। আল্লাহ তোমাদের সাথে থাকেন। তিনি তোমাদের দেখছেন। তিনি তোমাদের রক্ষা করছেন। তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন। তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত। আমি কখনোই একা নই। আমি আমার রুমের ভিতরে একা নই। আমি আমি আমার ক্যাম্পাসে একা নই। আমি আমার গাড়ির ভিতরেও একা নই। আমরা কখনোই নিঃসঙ্গ নই।

আল্লাহর শপথ করে বলছি, যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম, “তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন।”

যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম, তাহলে যে ওয়েবসাইট গুলো আমি ভিজিট করি, তাতে পরিবর্তন আসতো। যে নাম্বার গুলোতে আমি কল করি, তাতেও পরিবর্তন আসতো। সবকিছুতে পরিবর্তন আসতো।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=GEMzni_gI7s

মো. মহিউদ্দিন

×