ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রমজান মাসে জুমার ফজিলত

প্রকাশিত: ০৫:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রমজান মাসে জুমার ফজিলত

ছবি: সংগৃহীত

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য বিশেষ বরকত ও মর্যাদা অর্জনের একটি মাস। এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং একে কেন্দ্র করে নানা ধরনের ইবাদত এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তাওবা করার সুযোগ রয়েছে। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত হলো জুমার নামাজ। রমজান মাসে জুমার ফজিলত আরও গুণিত হয়, যেহেতু এই মাসের প্রতিটি ইবাদত অনেক বেশি মূল্যবান।

জুমার গুরুত্ব

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন এবং হাদিসে জুমার দিনের গুরুত্ব বার বার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, "যখন তোমরা নামাজের জন্য আহ্বান শোন, তখন আল্লাহর স্মরণে দ্রুত চলে যাও, তা হলো তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো।" (সুরা আল-জুমু'আ)

এছাড়া হাদিসে জুমা দিনের বিশেষ মর্যাদা এবং আমলের ফজিলতও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন, "জুমা দিবসে এক বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোন কিছু চেয়ে নেয়, আল্লাহ তাকে তা দান করেন।" (বুখারি, মুসলিম)

রমজান মাসে জুমার ফজিলত

রমজান মাসে জুমার নামাজের ফজিলত অতিরিক্ত হয়ে থাকে। বিশেষ করে এ মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রমজান মাসের শেষ দশকে বিশেষ জোর দিয়ে ইবাদত করা হয়, যেখানে জুমা নামাজের মাহাত্ম্য এবং তা যদি রাসূলুল্লাহ (সা.) এর সাথে সাদৃশ্য রেখে আদায় করা হয়, তাহলে এর পুণ্য অনেকগুণ বৃদ্ধি পায়। রমজান মাসে জুমা নামাজের মাধ্যমে মুসলিমরা শুধু আল্লাহর কাছ থেকে দয়া ও ক্ষমা লাভের আশা রাখেন, বরং একসঙ্গে ঈমানি বন্ধন শক্তিশালী করার সুযোগও পান।

ফজরের পরে বিশেষ দোয়া

জুমার দিন ফজরের নামাজের পরে বিশেষ কিছু দোয়া পাঠ করারও গুরুত্ব রয়েছে। বিশেষত রমজান মাসে এই দোয়া আরও বেশি বরকতপূর্ণ হয়ে ওঠে। মুসলিমরা আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত চেয়ে দোয়া করতে পারেন, যাতে তারা রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভ করে।

রমজান মাসে জুমা নামাজের মাধ্যমে মুসলিমরা আল্লাহর রহমত, মাগফিরাত, এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের বিশেষ সুযোগ পেয়ে থাকেন। তাই এই মাসে জুমার দিনগুলোকে গুরুত্ব সহকারে পালন করা উচিত। তাওবা, ইস্তিগফার এবং দোয়ার মাধ্যমে নিজেদের নেকি বাড়ানো উচিত, যেন রমজান মাসটি আমাদের জন্য এক বিশাল রহমত ও বরকত হয়ে ওঠে।

আসিফ

×