ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কিং সালমান রমজানে ৪৫টি দেশে ১২ লক্ষ কপি কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন

প্রকাশিত: ০৯:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কিং সালমান রমজানে ৪৫টি দেশে ১২ লক্ষ কপি কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন

ছবিঃ সংগৃহীত

কিং সালমান ৪৫টি দেশের ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং সৌদি দূতাবাসের ধর্মীয় সংযুক্তি অফিসের মাধ্যমে ১.২ মিলিয়ন (১২ লক্ষ) কপি পবিত্র কোরআনের ৭৯টি ভাষায় অনূদিত সংস্করণ বিতরণের অনুমোদন দিয়েছেন। রমজান মাসে দুই পবিত্র মসজিদের খাদেমের পক্ষ থেকে পবিত্র কুরআনের এই উপহার কর্মসূচি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় বাস্তবায়ন করছে।

ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ কিং সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি মুসলিম উম্মাহর জন্য তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্ত্রী উল্লেখ করেছেন যে এই মুদ্রিত কোরআনের কপিগুলি বিশ্বের অন্যতম উৎকৃষ্ট ও অত্যন্ত যত্নসহকারে প্রস্তুতকৃত সংস্করণ। তিনি বলেন, এই কর্মসূচি ইসলামের প্রচার ও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের প্রজ্ঞা ও প্রতিশ্রুতির প্রতিফলন।

আল-শেখ আরও বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবা এবং ইসলামের সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ প্রচারে মন্ত্রণালয় যে অব্যাহত সমর্থন পাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবীর

×