ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

পহেলা মার্চ রোজা হলে যে বিরল দিনের সাক্ষী হবে বিশ্ব!

প্রকাশিত: ২৩:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

পহেলা মার্চ রোজা হলে যে বিরল দিনের সাক্ষী হবে বিশ্ব!

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাস আসন্ন, এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে এটি ২৮ ফেব্রুয়ারি বা ১ মার্চ শুরু হতে পারে। তবে ১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

যদি ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রোজা পালন করা হবে। এই বছর রমজান মাস বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ ১ মার্চ রমজান শুরু হলে মুসলিম বিশ্ব এক বিরল ঘটনার সাক্ষী হবে—যেখানে আরবি ও ইংরেজি বর্ষপঞ্জির নতুন মাস একই দিনে শুরু হবে। এই ঘটনা প্রায় ৩৩ বছর পরপর একবার ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ানের মতে, ২৮ ফেব্রুয়ারি নতুন চাঁদের জন্ম হবে, যা ১ মার্চ শনিবার রমজান মাসের সূচনা নির্দেশ করবে। তবে চাঁদ একদিন আগে দেখা গেলে রমজান ২৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে।

আসিফ

×