ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব হয় যে আমলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব হয় যে আমলে

বেশ কিছু ছোট ছোট আমল পালনের মাধ্যমে সহজেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। তার মধ্যে একটি আমল রয়েছে যা পালন করলে সারা রাত জেগে আমল করার সওয়াব লাভ করা যায়।

রাত জেগে দোয়া, জিকির কোরআন তেলওয়াত করা অনেক ফজিলতপূর্ণ হলেও তা অত্যন্ত কঠিন কাজ। তবে একটি আমল আছে যা করে ঘুমিয়ে গেলেও আল্লাহ তায়ালা সারা রাত জেগে আমল করার সওয়াব দেন। সেই আমলের ব্যাপারে রাসুলূল্লাহ (সঃ) বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ফজর জামাতের সঙ্গে আদায় করবে, সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে (আবু দাউদ ৫৫৫)

এরকম বেশ কিছু আমলে আল্লাহ তায়ালা একটির বিনিময়ে আরেকটির সওয়াব দিয়ে থাকেন।

যেমন, কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম দুই রাকাতের জন্য ওমরাহ দ্বিতীয় দুই রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে (তিরমিজি ৫৮৬)

মুমু

×