![যে ৩টি অতিগুরুত্বপূর্ণ আমলের অসিয়ত করেছেন নবীজি (সা.) যে ৩টি অতিগুরুত্বপূর্ণ আমলের অসিয়ত করেছেন নবীজি (সা.)](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১-16-2502150933.jpg)
ছবি: সংগৃহীত
নবীজি (সা.) এর পুরো জীবনই ছিল আমলে ভরপুর। এত কথায় বলতে গেলে তাঁর জীবনের সব কাজেই কল্যাণ ও নিয়ামতে ভরপুর। তিনি উম্মতদের বিভিন্ন বিয়য়ে অসিয়ত করেছেন। এরমধ্যে রয়েছে তিনটি এমন আমল যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ার অসিয়ত করেছেন আমাদের প্রিয় রাসুল।
অসিয়ত সাধারণ কোনো কথা নয় বরং তা মনে গভীর থেকে দেয়া উপদেশ যার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরাইরা (রা.) বলেন, আমার প্রিয়তম রাসুল (সা.) আমাকে তিনটি বিষয়ে অসিয়ত করেছেন, যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি। প্রতি মাসে তিন দিন রোজা রাখা, দুহার নামাজ ও ঘুমানোর আগে বিতির আদায় করা। (সহিহ বুখারি: ১১৭৮)
প্রতিমাসে তিনদিন রোজা
প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। এই রোজাগুলোর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান।
দুহার নামাজ
সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগে তথা সে র্যের উত্তাপে যখন বালি, মাটি গরম হতে থাকে তখন থেকে জোহরের ওয়াক্ত হওয়া মুহূর্ত পর্যন্ত দুহার নামাজ আদায় করতে হয়। হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই নামাজ ২ রাকাত, ৪ রাকাত বা ৮ রাকাত পড়া যায়। সাধারণ নফল নামাজের নিয়মে ২ রাকাত করে এই দুহার নামাজ পড়বেন। এই নামাজের গুরুত্ব এতই বেশি যে মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গের যে সদকা প্রতিদিন আদায় করতে হয় তা দুই রাকাত দুহার নামাজের মাধ্যমেই আদায় হয়ে যায়।
বিতির নামাজ
৫ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল বিতির। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়ার নিয়ম। রাসুলুল্লাহ (সা.) কখনও বিতির ছাড়তেন না। সাহাবীদেরও বিতির পড়ার নির্দেশ দিতেন। খারেজা ইবনে খুজাফাতুল আদাউয়ি থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) আমাদের নিকট উপস্থিত হয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদেরকে একটি সালাত দ্বারা তোমাদের সাহায্য করেছেন যা তোমাদের জন্য লাল উটের চেয়েও উত্তম। আর তা হচ্ছে বিতির। তিনি তা নির্ধারণ করেছেন এশা থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত।
ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=744609917848938&rdid=68r8vO2TZjS62iei
শিহাব