![প্রেম নয় বিয়ে চাই প্রেম নয় বিয়ে চাই](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/২-2-2502141741.jpg)
‘বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ’ এই স্লোগানে মাদারীপুরে বিশ্ব ভালবাসা দিবসে পশ্চিমা সংস্কৃতি বর্জনের ডাক দিয়েছে মুসলিম ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা। শুক্রবার বিকেলে জেলা জামে মসজিদ থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে লেকেরপাড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এ সময় বক্তারা বলেন, আয় করে করবো বিয়ে, থাকবো সুখে বউ নিয়ে এটাই হোক বিশ্ব ভালবাসা দিবসে প্রতিশ্রুতি। কোন প্রেম বা বয় ফ্রেন্ড নয়, ভালবাসার নামে কেউ যাতে অশ্লীলতা না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি তরুণ-তরুণীর প্রত্যেক পরিবারের বাবা-মাকে আরো সচেতন হতে হবে। বাবা-মা বেশি দায়িত্বশীল হলে অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকবে তাদের সন্তানরা। এ সময় মুসলিম ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা পশ্চিমা সংস্কৃতি বর্জনের ডাক দেন।
সমাবেশ শেষে পিকআপ ও ইজিবাইকে বিভিন্ন ধরনের ব্যানার, লিফলেট ও পোস্টার নিয়ে সচেতনামূলক মাইকিং করেন মুসলিম ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা। এ সময় প্রধান আয়োজক মুফতি ইমরান হোসাইনসহ সংগঠনের সদস্য তুষার আবদুল্লাহ, মো ইব্রাহিম, হাসিবুবুর রহমান, রুবেল বেপারী আরাফাতসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সুবাল/সাজিদ