ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যে কারণে আযান দিতে গিয়ে অজ্ঞান হলেন বেলাল (রা)

প্রকাশিত: ১৬:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে আযান দিতে গিয়ে অজ্ঞান হলেন বেলাল (রা)

ছবি: সংগৃহিত

ইসলামের সূচনাকালে মক্কার কাফের মুশরিকদের হাতে যে সব নওমুসলিম কৃতদাস হিসেবে বন্দি অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করছিলেন, তাদের মধ্যে বেলাল (রা.) ছিলেন অন্যতম।

মক্কার তপ্ত মরুতে কাফেরদের নির্যাতনকালে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আল্লাহর নাম। তিনি ছিলেন ইসলামের প্রথম মোওয়াজ্জিন।

মহানবী হযরত মুহাম্মদ (স) মারা যাওয়ার পর প্রিয় নবীর স্মৃতিবিজড়িত স্থানগুলো তাকে কষ্ট দিত বলে তিনি সিরিয়ার দামেশকে চলে যান। এসময় তিনি প্রায়ই নবীজিকে স্বপ্নে দেখতেন। একদিন নবীজি স্বপ্নে এসে নবীজী তাকে বললেন," হে বেলাল, তুমি আমাকে দেখতে আসো না কেন?"

এ ঘটনার পর তিনি মদিনায় ছুটে এলেন। তাকে দেখে মদিনাবাসী আবেগে আপ্লুত হলো। তারা তাকে আযান দেওয়ার অনুরোধ জানালো। প্রসঙ্গত উল্লেখ্য যে, নবীজী মারা যাওয়ার পর বেলাল ( রা) আর আযান দেননি। মদিনাবাসীর অনুরোধে তিনি অপারগতা প্রকাশ করে জানান, আমাকে আযান দিতে বলো না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স) বলার সময় মিম্বারে আমি যখন নবীজীকে দেখতে পাব না, তা আমি সহ্য করতে পারব না।

এসময় নবীজীর স্নেহের দৌহিত্র হাসান- হেসেনের অনুরোধে তিনি অযান দেওয়া শুরু করলেন। তার সুমধুর আযান শুনে মদিনাবাসী আবেগে আপ্লুত হয়ে যায়। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে তিনি জানান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স) বলার সময় মিম্বারে আমি নবীজীকে দেখতে না পেয়ে অজ্ঞান হয়ে পড়েছি।

ইসরাত জাহান

×