ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রাসুল (সা.) যে ৪ গুনাহকে সবচেয়ে ভয়াবহ বলেছেন!

প্রকাশিত: ১১:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

রাসুল (সা.) যে ৪ গুনাহকে সবচেয়ে ভয়াবহ বলেছেন!

ছবি: সংগৃহীত

ইসলামে পাপ বা গুনাহ থেকে দূরে থাকার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু গুনাহ এতটাই ভয়াবহ যে, রাসুল (সা.) নিজে বিশেষভাবে এগুলো থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এসব পাপের কারণে মানুষ দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। চলুন জেনে নিই, নবী করিম (সা.) যে ৪টি গুনাহকে সবচেয়ে ভয়াবহ বলেছেন—

১. আল্লাহর সঙ্গে শরিক করা (শিরক)
শিরক হলো আল্লাহর সঙ্গে অন্য কিছুকে অংশীদার করা বা তাঁর সমান মনে করা। এটি ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তাঁকে ক্ষমা করবেন না, যে তাঁর সঙ্গে কাউকে শরিক করে। তবে যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যদি সে ছোট গুনাহ করে।" (সুরা আন-নিসা: ৪৮)

রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, সে চিরকাল জাহান্নামে থাকবে।" (সহিহ বুখারি)

২. অন্যায়ভাবে কাউকে হত্যা করা
ইসলামে অন্যায়ভাবে কারও জীবন নেওয়া অত্যন্ত ভয়াবহ অপরাধ। রাসুল (সা.) বলেছেন, "কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য।" (সুরা মায়েদা: ৩২)

অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আখিরাতে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

৩. যাদু ও জাদুবিদ্যায় বিশ্বাস করা
যাদু বা জাদুবিদ্যা করা ও এতে বিশ্বাস রাখা ইসলামে গুরুতর অপরাধ। রাসুল (সা.) বলেছেন,

"যে ব্যক্তি যাদু করে বা তাতে বিশ্বাস রাখে, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়।" (সহিহ মুসলিম)

যাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা হারাম, এবং এতে লিপ্ত ব্যক্তির জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে।

৪. বাবা-মার অবাধ্য হওয়া
রাসুল (সা.) বলেছেন, "বড় গুনাহের মধ্যে অন্যতম হলো বাবা-মার অবাধ্য হওয়া।" (সহিহ বুখারি)

বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের কষ্ট দেওয়া বা অপমান করা ইসলামে নিষিদ্ধ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, "তোমার রব আদেশ করেছেন, তোমরা তাঁর ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে।" (সুরা আল-ইসরা: ২৩)

শিলা ইসলাম

×