ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ পবিত্র শবে বরাত

প্রকাশিত: ১০:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ পবিত্র শবে বরাত

ছবি: সংগৃহীত

ইসলামের বিশেষ রাতগুলোর মধ্যে শবে বরাত অন্যতম। এটি এমন এক বরকতময় রাত, যেখানে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন ও রহমতের দরজা উন্মুক্ত করে দেন। 

শবে বরাত শব্দের অর্থ হলো ‘মুক্তির রাত’। এটি মূলত ১৪ শাবান দিবাগত রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে ঘোষণা করেন, “আছে কি কোনো ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিকপ্রার্থী? আমি তাকে রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে মুক্তি দেব।” (ইবনে মাজাহ: ১৩৮৮)

এ রাতে বান্দারা নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং দোয়া কবুল করেন।

শবে বরাতে করণীয় আমল
এই রাতটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিছু আমল করলে দুনিয়া ও আখিরাতে উপকার পাওয়া যাবে—

নফল নামাজ: শবে বরাতে নফল নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। দুই রাকাত করে যত পারেন নামাজ আদায় করুন।

কুরআন তিলাওয়াত: এ রাতে বেশি বেশি কুরআন পড়া উচিত।

দোয়া ও ইস্তিগফার: গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ।

রোজার নিয়ত: রাসুল (সা.) শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। শবে বরাতের পরদিন রোজা রাখা মুস্তাহাব।

কবর জিয়ারত: রাসুল (সা.) শবে বরাতে কবর জিয়ারত করতেন এবং মৃতদের জন্য দোয়া করতেন।

শবে বরাত হলো ক্ষমা ও মুক্তির রাত। এই রাতকে সঠিকভাবে ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানো আমাদের কর্তব্য। এ সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর রহমত লাভ করা উচিত। 

শিলা ইসলাম

×