ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সৌভাগ্যবান ব্যক্তিরা  নিয়মিত এই পাঁচটি আমল করে থাকেন

প্রকাশিত: ০০:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সৌভাগ্যবান ব্যক্তিরা  নিয়মিত এই পাঁচটি আমল করে থাকেন

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ বলেছেন, যে ব্যক্তি পাঁচটি গুণাবলী নিজের মধ্যে ধারণ করবে, সে দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যবান হবে। জানতে চান, সেই পাঁচটি আমল কী? 


প্রথম আমল: লা ইলাহা ইল্লাল্লাহু- অর্থ "আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই," এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ-যা অর্থ "মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল," এই জিকির বেশি বেশি পড়া। এটি আপনাকে আল্লাহর কাছে দৃষ্টিগোচর করে এবং জীবনে শান্তি আনে।


দ্বিতীয় আমল: বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন-যা মানে, "আমরা আল্লাহর মালিকানাধীন, এবং আমরা তার কাছে ফিরে যাব।" এই কালিমা পড়লে আপনি আল্লাহর ওপর ভরসা রাখবেন এবং মনে শান্তি আসবে। পাশাপাশি, লা হাওলা ওয়া লা কুয়াতা ইল্লা বিল্লাহ-এটি মানে "আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই," এই দোয়াটি বেশি বেশি পড়া।


তৃতীয় আমল: যখনই কোনো নেয়ামত পাওয়া যায়, তখন আলহামদুলিল্লাহ-অর্থ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য," এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। এটি আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি করবে।


চতুর্থ আমল: কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ রাহমানির রাহিম-অর্থ "পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি," এই দোয়াটি পড়া। এটি কাজের প্রতি আপনার মনোযোগ ও বারাকাহ (আল্লাহর দানে উন্নতি) এনে দেবে।


পঞ্চম আমল: যদি কোনো পাপ কাজ হয়ে যায়, তবে আস্তাগফিরুল্লাহ-অর্থ "মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি," এই দোয়া বেশি বেশি পড়া। এতে আপনার তওবা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবেন।


যদি এই পাঁচটি আমল কেউ নিয়মিতভাবে তার জীবনে অভ্যাসে পরিণত করতে পারে, তবে সে দুনিয়া ও আখেরাতে সফলতা পাবে। এমন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে এই পাঁচটি আমল অভ্যাসে পরিণত করার তাওফিক দান করুন।


সূত্র:https://tinyurl.com/88rpcy68
 

আফরোজা

×