ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

পৃথিবী ধ্বংসের পর আল্লাহ কী করবেন? 

প্রকাশিত: ২৩:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

পৃথিবী ধ্বংসের পর আল্লাহ কী করবেন? 

পৃথিবী ধ্বংস হলে আল্লাহ তাআলা কী করবেন? এই প্রশ্নটি মানুষের মনে প্রায়ই উঁকি দেয়। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলেছেন, "এই রাসুল, আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে, সবই ধ্বংসশীল।" এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে, একদিন আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু, প্রশ্ন হল, ধ্বংসের পর আল্লাহ কী করবেন?


জীব ও জিন জাতির মৃত্যু হবে, যাদের তিনি তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা নতুন কোনও জাতি পৃথিবীতে পাঠাবেন কি না, যারা কুরআনের ব্যাখ্যা করবেন? কিছু মুফাসসিররা মনে করেন, সূরা আর রহমানের এই আয়াত পৃথিবী ও আকাশের ধ্বংসকে বোঝায়।
কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনহাল-এর ৭৭ নম্বর আয়াতে বলেন, "কিয়ামতের ব্যাপারটি চোখের পলকের মতো দ্রুত হয়ে যাবে। আল্লাহ সব কিছুর উপর শক্তিমান।" কিয়ামতের মাধ্যমে আল্লাহ আসমান ও জমিনের সব কিছু ধ্বংস করে দেবেন এবং সকলকে পুনরুত্থিত করবেন। সৎ কর্মকারীরা জান্নাতে প্রবেশ করবেন, আর যারা সীমা লঙ্ঘন করেছেন, তারা চিরকাল জাহান্নামে থাকবেন।


ধ্বংসের পর নতুন সৃষ্টির বিষয় নিয়ে অনেক আলেমের মতভেদ রয়েছে। আল কোরআন ও হাদিসের মাধ্যমে এ বিষয়ে জানা যায়। আল কোরআনে নতুন সৃষ্টির কোনো উল্লেখ নেই, তবে হাদিসে এর সম্পর্কে বর্ণনা রয়েছে। ক্বাফ সুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, "যেদিন আমি জাহান্নামকে বলব, তুমি কি পূর্ণ হয়ে গেছো?" তখন সে বলবে, "আরও আছে কি?"


হযরত আনাস (রা.)থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "অনবরত জাহান্নামিদের সেখানে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, 'আরও আছে কি?' শেষে আল্লাহ তার পা মোবারক সেখানে রাখবেন, এবং জাহান্নামের দুটি অংশ একে অপরের সাথে মিলে যাবে। তখন জাহান্নাম বলবে, "হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি পূর্ণ হয়ে গেছি।"


অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূর্ণ করতে আল্লাহ তাআলা নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে স্থান দেবেন। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, এটি প্রমাণ করে যে আল্লাহর আযাব সীমিত এবং রহমত অশেষ। তিনি কেবল জাহান্নামের পূর্ণতা পূর্ণ করতে নিজের পা সেখানে রাখবেন, কিন্তু সেখানে নতুন কোনো বান্দা প্রবেশ করবেন না। জান্নাতের শূন্যস্থান পূর্ণ করতে নতুন সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাঁর অশেষ রহমত প্রকাশ করবেন।


সূত্র:https://tinyurl.com/hc8pvaez

আফরোজা

×