![এই দিবসকে ডাস্টবিনে ফেলুন এই দিবসকে ডাস্টবিনে ফেলুন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T201609757-2502131417.jpg)
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি ফেব্রুয়ারি মাসের প্রকৃত তাৎপর্য ও বর্তমান প্রজন্মের মধ্যে এর উদযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারি মাস হলো অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাস। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদের সেই শিক্ষাই দেন। তিনি বলেন ১৪ ফেব্রুয়ারি উদযাপনের আগে একবার ভাবুন। এই দিবসকে ডাস্টবিনে ফেলুন।
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ধীরে ধীরে এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভী গোষ্ঠী নিজেদের স্বার্থে ফেব্রুয়ারির প্রকৃত তাৎপর্যকে বিকৃত করছে। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি এখন অবৈধ সম্পর্কের উৎসবে পরিণত হয়েছে। তরুণ-তরুণীদের সুপরিকল্পিতভাবে নষ্ট ধারায় প্রবাহিত করা হচ্ছে এবং তারা বুঝতে পারছে না যে, এক গভীর বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রের শিকার হচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন। তবে সকলেরই মত, ফেব্রুয়ারি মাসের প্রকৃত তাৎপর্য ও চেতনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
সূত্র: https://www.facebook.com/share/v/15s1LFZ4ZJ/
জাফরান