ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

জেনে নিন ফরজ গোসল করার সঠিক নিয়ম

প্রকাশিত: ১৬:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

জেনে নিন ফরজ গোসল করার সঠিক নিয়ম

ছবিঃ সংগৃহীত

আপনার গোসল ফরজ হলে, গোসলখানায় গিয়ে সবার আগে শরীরে যে স্থানে নাপাক লেগেছে সেই জায়গাটি পরিষ্কার করা। এরপরে নামাজের জন্য আমরা যেভাবে ওযু করি, সেভাবে ওযু করা। ওযুর পরে নিয়মিত গোসলের মত গোসল করবেন। গোসল শেষে বের হবার আগে ওযুর জন্য যে পা ধোঁয়া বাকি, তখন পা ধুয়ে নিতে হবে। এটাই ফরজ গোসলের নিয়ম।

তবে খেয়াল রাখতে হবে, গোসলের সময় যেন শরীরের প্রতিটি অঙ্গে পানি লাগে৷ কোনো জায়গা ভুলেও শুকনা থাকলে ফরজ গোসল হবে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1AEkzMyxiz/

রিফাত

×