ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শবে বরাতে যে ৫টি আমল করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে!

প্রকাশিত: ১১:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শবে বরাতে যে ৫টি আমল করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে!

ছবি সংগৃহীত

শবে বরাতের গুরুত্ব, ফজিলত ও করণীয় আমল নিয়ে বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এক বিশেষ বক্তব্য প্রদান করেছেন। তাঁর বক্তব্যে তিনি তুলে ধরেন এ রাতের মাহাত্ম্য, পবিত্রতা ও আল্লাহর রহমতের বিশেষ দিকগুলো।  

আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, "শবে বরাত হল গুনাহ মাফের রাত। এ রাতে আল্লাহ তা'আলা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমার দরজা খুলে দেন। তাই এ রাতে বেশি বেশি ইবাদত করা, তওবা করা ও আল্লাহর কাছে দোয়া করা উচিত।"

শবে বরাতের আমল সম্পর্কে তাঁর পরামর্শ:  
১. ইবাদত-বন্দেগি: এ রাতে বেশি বেশি নামাজ আদায় করা, বিশেষত তাহাজ্জুদ নামাজ পড়া গুরুত্বপূর্ণ।  
2. কুরআন তিলাওয়াত: কুরআন পড়ার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায়।  
3. তওবা ও ইস্তিগফার: অতীতের গুনাহ থেকে মুক্তি পেতে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত।  
4. রোজা রাখা: শবে বরাতের পরদিন নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ।  
5. দোয়া করা: পরিবারের জন্য, নিজের জন্য এবং সমগ্র উম্মাহর জন্য দোয়া করা উচিত।  

তিনি আরও বলেন, "শবে বরাত সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। বিদআত ও ভিত্তিহীন রীতিনীতি থেকে দূরে থেকে কেবল কুরআন ও হাদিস অনুযায়ী ইবাদত করাই উত্তম।"

শবে বরাতের ফজিলত:
- হাদিস অনুযায়ী, এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন।  
- মানুষের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে এই রাতের বিশেষত্ব রয়েছে।  
- এ রাতের ইবাদত অনেক সওয়াবের কাজ।  

আবু ত্বহা মুহাম্মদ আদনান তার বক্তব্যে মুসলমানদের আহ্বান জানান, "আমরা যেন এ রাতকে ইবাদতের মাধ্যমে কাটাই এবং কোনো কুসংস্কারে লিপ্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।"

আশিক

সম্পর্কিত বিষয়:

×