![আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/17-2502120010.jpg)
পবিত্র কোরআন
আসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর সুরায় আল্লাহতাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলমানরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে পরিহিত করা হয়।
এছাড়া পবিত্র কোরআনে এটিকে মধ্যবতী নামাজ হিসেবে সম্মোধন করা হয়েছে। কারন আসল নামাজ ফজর যোহর ও মাগরিবের নামাজের মধ্যেবর্তী ওয়াক্ত। মহান আল্লাহ বলেন, সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সঙ্গে দাঁড়াও। (সুরা বাকারা:২৩৮)
মুফাসসীর গণ এর ব্যখ্যায় বলেছেন, আসরের নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারন হলো, সাধারণত এসময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে। ফলে নামাজ আদায়ে গাফলতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
রাসুল (সা.) বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একদল দিনে, এক দল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারি দল উঠে যায়। তখন আল্লাহ তা’আলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্যই তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলেন- আমরা আপনার বান্দাকে সালাতে রেখে এসেছি। আর আমরা যখন গিয়েছিলাম, তখনও তারা সালাত আদায় রত অবস্থায় ছিল।
(বুখারি, হাদিস: ৫৫৫)
শহীদ