ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

রাসুল (সা.) যে স্বভাবগুলো ত্যাগ করতে বলেছেন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

রাসুল (সা.) যে স্বভাবগুলো ত্যাগ করতে বলেছেন

পবিত্র কোরআন

পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব আছে। ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয়। আর মন্দ স্বভাব মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয়। রাসুল (সা.) কিছু মন্দ স্বভাব থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। স্বভাব মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। রাসুল (সা.) সব সময় মন্দ স্বভাব থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। 


হিংসা ও অহংকার

হৃদয়ে লুকিয়ে থাকা এক ধ্বংসাত্বক ব্যধির নাম হিংসা ও অহংকার। আর অহংকার কেবল আল্লাহর গর্ব। কোন বান্দার অহংকার করার অধিকার নেই। আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে অহংকার করা। অন্যকে দুর্বল মনে করা, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সব অহংকারের বহিঃপ্রকাশ। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসুলুল্লাহ (সা:) বলেন, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। মুসলিম হাদিস: ১৬

আত্মতৃপ্তি ও লৌকিকতা

আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয়। লৌকিকতা মানুষের খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি। লোক দেখানো এবাদত অত্যান্ত গৃণীত কাজ। মহান আল্লাহতাআলার লৌকিকতার বিষয়ে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। সুরা: মাউন, আয়াত ৪-৮।

কৃপণতা

ইসলাম অমিত ব্যয়িতাকে যেমন প্রশ্রয় দেয়না। তেমনি কৃপণতাকে নয়। কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব। পবিত্র কোরআনে আল্লাহ বলেন,  আল্লাহ প্রদত্ত অনুগ্রহে (সম্পদ) যারা কৃপণতা করে, তারা যেন কিছুতেই মনে না করে, এটা তাদের জন্য ভালো কিছু বরং এটা তাদের পক্ষে অতিমন্দ। যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেয়া হবে। আকাশ মন্ডল ও পৃথিবীর মিরাস কেবল আল্লাহরই জন্য। তোমরা যা কিছুই করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।
সুরা: আল ইমরান, আয়াত: ১৮০

অনিয়ন্ত্রিত রাগ

রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয়। তবে অতিরিক্ত রাগ নিজের জন্য যেমন ক্ষতিকর। তেমনি পরিবার ও সমাজের জন্যও।  হযরত আবু হুরাইয়া (রা:) বলেন, নবী (সা,)-এর কাছে একজন লোক এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্ত করতে পারি। তিনি বলেন, ক্রোধ প্রকাশ করোনা, উত্তেজিত হইয়ো না। লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বললেন ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইয়ো না। জামে তিরমিজি হাদিস: ২০২০

সম্পদের লোভ

মানুষ সম্পদের লোকে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। রাসুল (সা.)  বলেছেন, আল্লাহর কসম! আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করিনা; বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে। যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল, তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগীতা করবে যেমন তারা করেছিল। আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে। মহান আল্লাহতাআলা আমাদের এ সকল মন্দ স্বভাব থেকে দুরে থাকার তওফিক দান করুন। আমিন

শহীদ

×