ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মৃত ব্যক্তির নামে দান-সদকা কেন করবেন?

প্রকাশিত: ০০:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মৃত ব্যক্তির নামে দান-সদকা কেন করবেন?

ইসলামে দান-সদকা একটি মহৎ কাজ হিসেবে গণ্য হয় এবং এটি জীবিতদের পাশাপাশি মৃতদের জন্যও অশেষ উপকার বয়ে আনে। হাদিসে রয়েছে, যখন একজন ব্যক্তি তার পরিবার ও পরিজনদের জন্য সওয়াবের উদ্দেশ্যে দান-সদকা করেন, তখন তা তার জন্য সওয়াবের হিসেবে গণ্য হয়। কিন্তু, প্রশ্ন হচ্ছে: যখন কেউ মারা যান, তখন তার নামে দান-সদকা করলে কি তার গুনাহ মাফ হবে?

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করেন, তাদের সওয়াব ওই বীজের মতো, যা সাতটি শীষে বিভক্ত হয় এবং প্রতিটি শীষে শত দানা থাকে। আল্লাহ চান, তিনি তার সওয়াবকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা অবশ্যই দানশীল এবং সর্বজ্ঞ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা এক টুকরো খেজুরের সদকাও দিলে, তা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে।" পরিবারের জন্য সওয়াবের উদ্দেশ্যে খরচ করা আল্লাহর কাছে মহৎ কাজ হিসেবে গণ্য হয়।

তবে, মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য তিনটি আমল ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায়। আবু হুরাইরা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তিনটি আমল ছাড়া তার অন্য সকল আমল বন্ধ হয়ে যায়: (১) সাদকায়ে জারিয়া (যার ফল অব্যাহত থাকে), (২) জ্ঞান যা অন্যদের উপকারে আসে, এবং (৩) নেক সন্তান যারা তার জন্য দোয়া করে।" তাই, মৃত ব্যক্তির নামে যদি তার সন্তান দান-সদকা করে, তবে সেই সওয়াব মৃত ব্যক্তি পাবেন।

এছাড়াও, এক হাদিসে বলা হয়েছে যে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন, "আমার বাবা মারা গেছেন এবং তার কোনো ওসিয়ত ছিল না। যদি আমি তার পক্ষ থেকে দান করি, তাহলে কি তার গুনাহ মাফ হবে?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন, "হ্যাঁ, তার গুনাহ মাফ হবে।"

আরেক হাদিসে একটি ঘটনা বর্ণিত রয়েছে, যেখানে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানান, "আমার মা হঠাৎ মারা গেছেন, এবং আমি বিশ্বাস করি যে, তিনি যদি কথা বলতে পারতেন তবে তিনি সদকা করতেন। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, তাহলে কি এর সওয়াব পাব?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, "হ্যাঁ, তোমার জন্য এর বিনিময় হবে।"

এভাবে, মৃত ব্যক্তির নামে সদকা ও দান করলে তার গুনাহ মাফ হওয়ার পাশাপাশি সওয়াবও পৌঁছায়।

সূত্র:https://tinyurl.com/tjwzdcks 

আফরোজা

×