ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ওলামায়ে-কেরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে: জামায়াত আমির

প্রকাশিত: ১৮:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ওলামায়ে-কেরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওলামায়ে-কেরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোষ্টে এ কথা বলেন জামায়াত আমির। 

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, ওলামায়ে-কেরামদের বিষয়ে মাঝে-মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে অসহিষ্ণু, অসংযত ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য ও পাল্টা বক্তব্য আসে, যা সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মর্যাদাবোধের জন্য সহায়ক নয়। এমন আচরণ অবশ্যই পরিত্যাজ্য। ওলামায়ে-কেরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে।

সায়মা ইসলাম

×