ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

জগতের সকল বস্তুকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করা হয়েছে কেন? বিজ্ঞান কি বলছে?

প্রকাশিত: ০২:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জগতের সকল বস্তুকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করা হয়েছে কেন? বিজ্ঞান কি বলছে?

ছবি: সংগৃহীত

মানবসভ্যতার শুরু থেকেই প্রশ্ন ওঠে, কেন বিশ্বজগতে প্রতিটি বস্তুকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করা হয়েছে? ধর্মীয় গ্রন্থগুলিতে এর বিভিন্ন ব্যাখ্যা থাকলেও আধুনিক বিজ্ঞানও এই ধারণার সঙ্গে একমত। কোয়ান্টাম ফিজিক্সের সাম্প্রতিক গবেষণা এই রহস্য উন্মোচনে নতুন আলো ফেলেছে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, "তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন।" এই বক্তব্য শুধু মানবজাতির ক্ষেত্রেই নয়, বরং জড় ও জীব সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রাকৃতিক জগতের দিকে তাকালেই আমরা দেখতে পাই, সব কিছুই একে অপরের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। দিন-রাত, আলো-অন্ধকার, সুখ-দুঃখ, গরম-শীত, জীবন-মৃত্যু—এগুলো একে অপরের পরিপূরক। এই জোড়ার ধারণা বিজ্ঞানেও প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এমন এক রহস্যময় বৈজ্ঞানিক তত্ত্ব যা দেখায়, দুটি কণা পরস্পরের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। একটির অবস্থার পরিবর্তন হলে অপরটিও তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়, যদিও তারা মহাবিশ্বের দুই প্রান্তে অবস্থান করুক না কেন। ১৯৩৫ সালে আলবার্ট আইনস্টাইন, বরিস পডলস্কি ও নেথান রোজেন তাদের গবেষণায় এই রহস্যময় বৈশিষ্ট্যের কথা প্রথম উল্লেখ করেন। আইনস্টাইন একে নাম দিয়েছিলেন ‘স্পুকি অ্যাকশন অ্যাট অ্যা ডিস্টেন্স’।

বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেননি কীভাবে এই সংযোগ কাজ করে, তবে তারা নিশ্চিত যে বিশ্বজগতের প্রতিটি কণাই একে অপরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই ধারণা আল্লাহর সৃষ্টির নীতির সঙ্গে গভীরভাবে মিলে যায়। তিনি প্রতিটি বস্তুকে তার বিপরীতের সঙ্গে সৃষ্টি করেছেন, যেন সৃষ্টিজগতের ভারসাম্য বজায় থাকে।

ধর্ম ও বিজ্ঞানের এই সমন্বিত ব্যাখ্যা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়—জগতের প্রতিটি জোড়া কেবল একটি প্রকৃতিগত সত্য নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই রহস্যময় সৃষ্টি আমাদের চিন্তা-চেতনার পরিধিকে আরও বিস্তৃত করে তোলে।

ভিডিও দেখুন: https://youtu.be/OGLMWjDy9ic?si=t33XRDk0blbct4CP

এম.কে.

×