ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নূহ আলাইহিস সালামের জাহাজে কি করেছিলো কাফেররা?

প্রকাশিত: ২২:১১, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

নূহ আলাইহিস সালামের জাহাজে কি করেছিলো কাফেররা?

ছবি: প্রতীকী

নূহ আ.-এর প্লাবন ও তার নৌকাটি কুরআন মাজীদে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মুসলিম সমাজে ব্যাপক পরিচিত। তবে, এর সাথে সম্পর্কিত কিছু কল্পকাহিনী সমাজে প্রচলিত রয়েছে, যা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন।

একটি বিশেষ ঘটনা হিসেবে বলা হচ্ছে, আল্লাহ তা'আলার নির্দেশে যখন নূহ আ. নৌকা নির্মাণ করেন, তখন তার কওম তা নিয়ে ঠাট্টা-মশকরা শুরু করেছিল।

এক পর্যায়ে তারা ওই নৌকায় মলত্যাগ করতে শুরু করে। এমনকি একদিন এক কুষ্ঠরোগী ওই নৌকায় মলত্যাগ করতে গিয়ে ময়লার মধ্যে পড়ে গিয়ে তার কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়ে যায়।

এই ঘটনা যখন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন লোকেরা নৌকাটি থেকে মল সংগ্রহ করে নিজেদের রোগের চিকিৎসা করতে লাগল, এমনকি নৌকাটি পরিষ্কার করে তার পানি সংগ্রহ করতে শুরু করে।

তবে, উল্লেখযোগ্য যে, এই ঘটনাটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং কুরআন ও সহীহ হাদীসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। এটি একটি মনগড়া কাহিনী, যা বাস্তবতা থেকে দূরে।

সূত্র: মাসিক আল-কাউসার

এম.কে.

×