ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

যে দোয়া পড়লে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেবেন

প্রকাশিত: ১১:২০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

যে দোয়া পড়লে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেবেন

ছবি: সংগৃহীত।

হজরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব নেবেন। দোয়াটি হলো—

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

উচ্চারণ : হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রাব্বুল-আরশির আজিম।

অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।

(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)

হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে।

(তিরমিজি, হাদিস : ২৩৪৪; ইবনে মাজা, হাদিস : ৪১৬৪)

নুসরাত

×