ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

রাসুলুল্লাহ (সা.) যে চার আমল কখনো ত্যাগ করেননি

প্রকাশিত: ১৪:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

রাসুলুল্লাহ (সা.) যে চার আমল কখনো ত্যাগ করেননি

ছবিঃ সংগৃহীত

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল ছিল, যা তিনি কখনো পরিত্যাগ করেননি। উম্মুল মুমিনিন হাফসা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চারটি আমল সবসময় পালন করতেন—

আশুরার রোজা: মহররমের ১০ তারিখে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রাসুল (সা.) বলেছেন, "আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে।" (মুসলিম : ১১৬২)

রমজানের শেষ দশকের ইতিকাফ: রাসুলুল্লাহ (সা.) প্রতি রমজানে শেষ ১০ দিন ইতিকাফ করতেন। ইন্তেকালের বছর তিনি ২০ দিন ইতিকাফ করেন। (বুখারি : ১৯০৩)

আইয়ামে বিজের রোজা: প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে তিনি রোজা রাখতেন এবং সাহাবাদেরও তা করতে উৎসাহিত করতেন। (তিরমিজি : ৭৬১)

ফজরের আগের দুই রাকাত সুন্নত: রাসুল (সা.) বলেছেন, "ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম।" (মুসলিম : ৭২৫)

মহান আল্লাহ আমাদের এসব আমল করার তাওফিক দান করুন। আমিন।

জাফরান

×