![অসুস্থতা কি আল্লাহর নিয়ামত? জানুন ইসলাম কি বলে! অসুস্থতা কি আল্লাহর নিয়ামত? জানুন ইসলাম কি বলে!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-13-2502070807.jpg)
সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। সুস্থ না থাকলে কোনো ভালো বা কল্যাণকর কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবসময় সুস্থতার জন্য দোয়া করতেন এবং সাহাবাদেরও তা করার নির্দেশ দিতেন। তবে অসুস্থতা মুমিন বান্দার জন্য এক পরীক্ষা হলেও, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে তা নেয়ামতে পরিণত হতে পারে।
আল্লাহ যখন কোনো মুমিনকে অসুস্থ করেন এবং সে ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে রোগমুক্তির প্রার্থনা করে, তখন এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। উম্মুল আলা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, আমি অসুস্থ হলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে দেখতে এলেন এবং বললেন, “সুসংবাদ গ্রহণ করো! আগুন যেমন সোনা ও রূপার ময়লা দূর করে, তেমনি আল্লাহ রোগের মাধ্যমে মুমিনের পাপসমূহ মাফ করে দেন।”
মুহাম্মদ ইবনে খালিদ আল সুলামি বর্ণনা করেছেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আল্লাহ কোনো বান্দার জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করেন, যা সে আমল দিয়ে অর্জন করতে পারে না, তখন আল্লাহ তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, ধৈর্য ধরার শক্তি দেন, যাতে সে সেই মর্যাদায় পৌঁছাতে পারে।”
অসুস্থতাই নয়, মুমিনের যেকোনো বিপদই গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। আবু সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগ, উদ্বেগ, দুশ্চিন্তা, এমনকি একটি কাঁটাও যদি বিধে-তা তার গুনাহ মোচনের কারণ হয়।”
অতএব, মুমিনের জন্য অসুস্থতা শুধু কষ্ট নয়, বরং ধৈর্য ও ঈমানের মাধ্যমে এটি আল্লাহর এক নেয়ামতে পরিণত হয়!
সূত্র:https://tinyurl.com/2p9jfd9v
আফরোজা