ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পশ্চিমাদের সবকিছু ফলো করা যাবে না: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ০৯:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

পশ্চিমাদের সবকিছু ফলো করা যাবে না: শায়খ আহমাদুল্লাহ

পশ্চিমাদের সবকিছু ফলো করা যাবে না। তাঁদের ভালো জিনিস গ্রহণ করবেন। বস্তা পচা সস্তা এবং তাঁদের যে-সকল অথর্ব ভিশন আছে সেগুলো গ্রহণ করবেন না।

সম্প্রতি এক আলোচনায় কথাগুলো বলেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, আপনারা বেশ কিছু বছর ধরে দেখছেন আমাদের দেশে ট্রান্সজেন্ডার এই মতবাদ পুশ করার চেষ্টা চলতেছে। হুজুররা সারাবছর এর বিরোধিতা করছে যে এটা  মানবসমাজকে  অস্থির কর তুলবে এটা করা যাবে না। হুজুররা যখন বলেছে তখন আপনারা নাক সিটকিয়ে আছেন আরে হুজুরদের আর কাজ কামনাই, এগুলো নিয়ে শুধু বকবক করে। যখব মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ট ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে ‘দেয়ার ইস নো জেন্ডার’ মেল এবং  ফিমেল ছাড়া কিছু নাই, সব বাদ। এখন যে-সকল এনজিওগুলো এই শয়তানি করতো এদের ফান্ড দেয়া বন্ধ করে দিল। এরা সব তল্পিতল্পা গুটিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করে দিল। এখন আপনাদের বুঝে আসছে হুজুরে যেটা বলেছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পরে মনে হচ্ছে এটা যৌক্তিক কথা কিন্তু হুজুরেরা যখন বলেছে তখন যৌক্তিক মনে হয় নাই।

সজিব

×