ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

মসজিদে মোবাইল চার্জ দেওয়া যাবে কি?

প্রকাশিত: ০২:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

মসজিদে মোবাইল চার্জ দেওয়া যাবে কি?

ছবি: সংগৃহীত

মসজিদ ইসলামের পবিত্র স্থান, যেখানে আল্লাহর ইবাদত-বন্দেগি করা হয়। মসজিদের সব সম্পদ মূলত এই ধর্মীয় কাজের জন্যই নির্ধারিত। তাই ব্যক্তিগত কাজে মসজিদের কোনো সম্পদ ব্যবহার করা বৈধ নয়। বিশেষ করে মসজিদের বিদ্যুৎ মোবাইল চার্জ দেওয়া বা অন্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা ইসলামী শরিয়তের দৃষ্টিতে অনুমোদিত নয়।

 

যেহেতু মসজিদের বিদ্যুৎসহ অন্যান্য সম্পদ ওয়াকফকৃত, তাই এগুলো শুধুমাত্র মসজিদের স্বার্থে ব্যবহার করা যাবে। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত প্রয়োজনে মসজিদের বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে তা অনৈতিক হবে। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সীমিত আকারে ব্যবহার করা যেতে পারে।

যারা ইতেকাফে বসেন, তারা মসজিদে সময় কাটানোর পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় কাজও করতে পারেন। এই কারণে ইতেকাফকারীর জন্য মসজিদের বিদ্যুৎ ব্যবহার করে মোবাইল চার্জ দেওয়ার সুযোগ রয়েছে। যেহেতু ইতেকাফ অবস্থায় থাকা ব্যক্তি মসজিদেই থাকেন, তাই তার মৌলিক প্রয়োজন মেটাতে বিদ্যুৎ ব্যবহার করা বৈধ।

 

কোনো ব্যক্তি যদি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে মোবাইল চার্জ দেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে ওঠে এবং অন্য কোথাও চার্জ দেওয়ার সুযোগ না থাকে, তবে তিনি মসজিদ কমিটির অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। তবে এ ক্ষেত্রে তার উচিত আনুমানিক চার্জের খরচ মসজিদে দান করে দেওয়া, যাতে মসজিদের সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত হয়।

মসজিদ আল্লাহর পবিত্র ঘর। তাই এর সম্পদ সংরক্ষণ করা, অপচয় না করা এবং যথাযথভাবে ব্যবহার করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কুরআনে আল্লাহ বলেছেন— "এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ।" (সুরা হজ: ৩২)

এছাড়া আল্লাহ মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করে বলেছেন— "যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে।" (সুরা নুর: ৩৬-৩৭)

 

মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং এটি ইসলামের অন্যতম পবিত্র স্থান, যেখানে ব্যক্তিগত কাজের জন্য কোনো সম্পদ ব্যবহার করা উচিত নয়। মসজিদের বিদ্যুৎ ও অন্যান্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে, যাতে মসজিদের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং ইসলামী বিধান যথাযথভাবে পালন করা হয়।

তাবিব

×