ছবি: সংগৃহীত
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বিশেষ আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতায় বিয়ে পড়ানো হয়। এবার ইজতেমা ময়দানে ২৩টি বিয়ে সম্পন্ন হয়েছে। তাবলীগ জামাতের শুরায়ে নেজাম এ বিয়ের আয়োজন করে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন মঙ্গলবার বাদ আছর যৌতুকবিহীন বিয়ের আসর বসেছিল ইজতেমা ময়দানের বয়ন মঞ্চের কাছে। বিয়ে পড়ান শুরায়ে নেজামের অন্যতম মুরুব্বি ও কাকরাইল মসজিদর ইমাম মাওলানা জোবায়ের আহমেদ।
কনের অনুপস্থিতি ও বরের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বর-কনের বৈধ অভিভাবকগন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে খুরমা খেজুর বিতরণ করা হয়। বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিয়েতে মোহরে ফাতেমির নিয়মানুযায়ী মোহররানা ধার্য করা হয়। এ নিয়মে মোহরানা পরিমান দেড়শ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ। এ জন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে নবদম্পতিদের সুখ শান্তিময় জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাজিদ