আরবি ১২ মাসের মধ্যে অষ্টম মাস হলো শাবান। ইসলামে মাসটির বিশেষ গুরুত্ব ফজিলত ও মর্যাদা রয়েছে। আল্লাহর রাসুল (সা.) রমজানপূর্ব এই মাসটিতে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। এ ছাড়াও তিনি মাসটিতে অনেক ইবাদত করতেন। তবে নবিজি (সা.) শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন না।
হজরত আয়েশা (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সা.) রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি। (সহিহ বুখারি: ১৯৬৯)
আবদুল্লাহ ইবনে আবি কায়স (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সা.) কাছে অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল। তিনি এ মাসে রোজা রেখে তা রমজানের সাথে যুক্ত করতেন। (সুনানে আবু দাউদ: ২১০১)
ওসামা ইবনে জায়েদ (রা.) বলেন, এক দিন আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না, এর রহস্য কী? উত্তরে তিনি বললেন, রজব ও রমজানের মাঝে এ মাস সম্বন্ধে মানুষ উদাসীন, এটা তো সেই মাস; যে মাসে বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। (সুনানে নাসাঈ: ২৩৫৭)
সজিব