ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি নরসিংদী জেলার মাধবদী থানা রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিন প্রধানের ছেলে। এশার নামাজ শেষে ইজতেমা ময়দানে তার জানাজা হয়েছে।

শহীদ

×