ছবি: সংগৃহীত
যিনি কোথাও একাকি নির্জনে কোন এক রুমে বা কোন কক্ষে নিরিবিলি যেখানে একাকী আছে যেখানে কেউ নেই, তিনি একাই এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে ।আল্লাহর কথা স্মরণ হয় তার চোখ দিয়ে পানি বের হয়েছে, এই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নির্জনে চোখ দিয়ে পানি এসেছে এটা আমাদের চিন্তা করার বিষয়, তো ভাবনার বিষয় প্রতিদিনই আমি কোন না কোন সময় আমি নির্জন হয়ে একা হই ,আমরা কতবার একা কেঁদেছি, কিন্তু এখন সময় এসেছে আমরা নির্জনতার সুযোগ পেয়ে কত অপকর্ম করেছি। হারাম জিনিস দেখেছি, হারাম কাজ করেছি।
কেউ নাই এই সুযোগে এসব জিনিস জীবনে বহুবার ঘটে কিন্তু মেয়ের জন্য তো সুযোগ পেয়ে কতবার আমরা আল্লাহর কথা হিসাব করার সময় এসেছে। আমরা যদি নির্জনের কথা ভেবে আল্লাহর ছায়াহলে ছায়া পাওয়া যাবে এক সাহাবী হুজাইফা (রাঃ) কাছে আসেন, ভাই হুজাইফা তোমার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম নাকি মোনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন কে কেমন? তা তো তুমি জানো কেউ জানে না একটু দেখো তো আমার নাম আছে কিনা সেই সাথে তখন হুজাইফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে জিজ্ঞেস করে তুমি যখন একাকিত্ব থাকবে তখন কি তুমি আল্লাহর এবাদত কর বা তার কথা স্মরণ করতে পছন্দ করো।আজ কাল আমাদের এবাদত গুলো লোক দেখানো এবাদত এর মতো বর্তমানে গোপনে এবাদত খুঁজে পাওয়া কঠিন। সকলের নির্জন এবাদত করা উচিত।
সাজিদ