পবিত্র কাবা শরিফ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ১৫ শ্রেণীর মানুষ আমার উম্মত নয়। যারা মৃত্যুর পর বেহেশত যেতে পারবেন না এবং তিনি মহাল রাব্বুল আলামীনের কাছে কখনো সুপারিশ করবেন না। তাহলে কোন ১৫ শ্রেণীর মানুষ তারা। যাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী (সা.) এমন কথা বলেছেন। তাহলে, এই ১৫ শ্রেণীর মানুষের মধ্যে আপনি আর আমি নেই তো?
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি অপরের মৃত্যু বা বিপদে ধৈর্য হারা হয়ে নিজের দৈহিক সম্মান ভুলে গিয়ে কাপড় ছিড়েন বা বুক চাপড়ান এবং মৃতের সম্পর্কে নানান ধরণের আপত্তিকর মন্তব্য করে থাকেন। তাদের উদ্দেশ্যে রাসুল (সা.) বলেন, তারা আমার উম্মতের অন্তুর্ভূক্ত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি অত্যাধিক ভালো হওয়ার আশায় নিজের সংসারের প্রতি বিমূখ হয়ে যায়। সেই বৈরাগ্যেতার কোন স্থান ইসলামে নেই। অর্থ্যাৎ সে আমার বৈবাহিক জীবনের সুন্নতকে উপেক্ষা করলো। তাই সে আমার উম্মত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি কোন জালিম শাসকের অত্যাচার মেনে নেয় এবং তাদের দলবাজির কারণে মিথ্যাকে সত্য বলে প্রচারণা করে তাদেরকে আমি চিনি না এবং কিয়ামতের ময়দানে তারা হাউজে কাওসারের পানি পান করতে পারবে না।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি বিন্দু মাত্র প্রতারণা করার মাধ্যমে অন্যের কাছ থেকে নিজের লাভটা বৃদ্ধি করতে চায়। সে ব্যক্তি কখনো আমার দলভূক্ত নয়। মুসলিম হাদিস ১০১।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি নিজের ভাগ্যে বদলের জন্য অন্যের কাছে হাত দেখালো বা দেখালো। আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য অন্যের দরবারে হাজির হলো সে সরাসরি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলো। যে ব্যক্তি অমুসলীমদের সাথে সাদৃশ্য রাখে। তার নিজ ধর্ম ব্যতিত অন্যধর্মের উৎসবে মেতে উঠে। সে আমার উম্মত না।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি নিজে সুন্দর ভাবে কোরআন তেলোয়াত করে না এবং তেলোয়াতে ভূল হচ্ছে জেনেও সংশোধন করে না। তারা আমার উম্মত না।
রাসুলুল্লাহ (সা.) বলেন, কোন ব্যক্তি যদি জোর পূর্বক বা ছিনতাই করে কারোকাছ থেকে কিছু নিয়ে থাকে এবং সে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে। তাহলে তাকে আমি আমার উম্মত হিসেবে স্বীকার করবো না।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি স্বামী স্ত্রী বা মালিকদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ও একজনের কথা আরেক জনের কাছে বাড়িয়ে বাড়িয়ে বলে। তাদের সম্পর্ক ছিন্ন করে। তারা আমার উম্মত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি গোঁফ ছোট করে না এবং খাবার খাওয়ার সময় পানি তার গোঁফের মধ্যে লেগে যায় এবং পেটে যায় তখন সে খাবারটি তার হালাল হলো না। আর হারাম খাবার গ্রহণকারি আমার উম্মত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি নিজে পরিবর্তন করে অর্থ্যাৎ নারী হয়ে পুরুষের মতো আচরণ করে সে আমার উম্মতের বাইরে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে মুসলিম অপর মুসলিমের উপর অস্ত্র ত্যাগ করে। সে আমার উম্মত না। কারণ মুসলিম পরস্পর ভাই ভাই।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি মুসলিম। কিন্তু সাপ প্রবেশ করতে দেখেও সে হত্যা না করে। সে আমার উম্ম নয়।
শহীদ