ছবি: সংগৃহীত।
রমজান মাসের শুরুতে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এবছর, ২ মার্চ থেকে রমজান শুরু হবে, এবং সেই দিন ঢাকায় সেহরির শেষ সময় হবে ভোর পাঁচটা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে সেহরি ও ইফতারের সময়সূচিতে ৯ মিনিট পর্যন্ত পার্থক্য হতে পারে। ঢাকার সময়ের সঙ্গে অঞ্চলভেদে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে নির্ধারণ করা হবে সময়।
এছাড়া, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় এবং জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এবারের রমজানে যেন সকল মুসলমানরা সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে পারেন, সেই জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
নুসরাত