ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

জুমার খুতবা শোনা বাধ্যতামূলক, সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১২:৩৯, ৩১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪৪, ৩১ জানুয়ারি ২০২৫

জুমার খুতবা শোনা বাধ্যতামূলক, সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ

ছবিঃ সংরক্ষিত

জুমার খুতবা শোনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শায়েখ আহমদ উল্লাহ। তিনি বলেন, "জুমার খুতবা শোনা প্রতিটি মুসলমানের জন্য বাধ্যতামূলক।" খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলা বা মনোযোগ না দেওয়া গুনাহের কাজ বলে সতর্ক করেন তিনি।

শায়েখ আহমদ উল্লাহ আরও বলেন, "রাসুলুল্লাহ (সাঃ) নিজে বলেছেন, যদি কেউ খুতবা চলার সময় আশেপাশের কাউকে চুপ থাকার জন্য বলে, তাও গুনাহ হিসেবে গণ্য হবে।"

তিনি সকল মুসলিমদের অনুরোধ জানান যে, খুতবা শোনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব, এবং এটি পালন করা মুসলমানের জন্য অপরিহার্য। খুতবা শোনা না হলে মানুষ তার পূর্ণ সাওয়াব থেকে বঞ্চিত হতে পারে।

এছাড়া, শায়েখ আহমদ উল্লাহ সবাইকে মনে করিয়ে দেন যে, খুতবা শোনা শুধু সঠিক ধর্মীয় আচরণ নয়, এটি ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তথ্যসূত্রঃ https://youtu.be/5wfg5nxXDOI?si=RlJdJt8zhzmQ387O

মারিয়া

×