ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ভ্যাটিকান সিটির আদলে সুফি রাষ্ট্রের উত্থান

প্রকাশিত: ১০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৫

ভ্যাটিকান সিটির আদলে সুফি রাষ্ট্রের উত্থান

শুধুমাত্র মুসলিমদের জন্য সার্বভৌম রাষ্ট্র গঠন করতে যাচ্ছে আলবেনিয়া।ত্রয়োদশ শতাব্দীতে আবির্ভাব ঘটে তুরস্কের অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সুফি মুসলিম গোষ্ঠীর বেক্তাশিদের। ইউরোপের দেশ আলবেনিয়ায় রয়েছে এক লক্ষ পনেরো হাজার বেক্তাশি মুসলিম।

১৯২৯ সালে আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রতিষ্ঠা করা হয় বেক্তাশি মুসলিমদের সদর দফতর।আলবেনিয়ায় এ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র করা হবে। যে রাষ্ট্র হবে সার্বভৌম এবং এটি ভ্যাটিকান  সিটির আদলে গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী এডি রামা বলেন ধর্মীয় সহনশীলতা রক্ষার আলবেনিয়ায় গঠন করা হবে এই প্রতীকে রাষ্ট্র হিসেবে ।তুরস্ক থেকে আলবেনিয়ায় বেক্তাশি সদর দফতর স্থানান্তরের ৯৫ তম বার্ষিকীতে এই মন্তব্য করেন তিনি। 

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এক ঘোষণায় বলেন, “এই প্রতীকী রাষ্ট্র গঠন করা হবে ধর্মীয় সহনশীলতা ও আধ্যাত্মিক একতার প্রতীক হিসেবে। এটি এমন একটি স্থান হবে, যেখানে কোনো পুলিশ বা সামরিক বাহিনী থাকবে না। পর্যটকরা উন্মুক্ত একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন এবং একতার বার্তা নিয়ে ফিরবেন।”

এই আধ্যাত্মিক রাষ্ট্রের সম্ভাব্য আয়তন হবে মাত্র ২৭ একর। তুলনা করা হলে, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটির আয়তন ১০৯ একর। এই নতুন রাষ্ট্র গঠনের মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে পারে।

প্রতীকী এই রাষ্ট্রটি শুধু বেক্তাশি মুসলিমদের জন্য নয়, বরং ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবেও কাজ করবে। এটি হবে এমন একটি স্থান, যেখানে ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে পড়বে।

আলবেনিয়ার এই পদক্ষেপ বিশ্বে ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির নতুন উদাহরণ হিসেবে চিহ্নিত হতে পারে।

 

সূত্র:https://tinyurl.com/yj5chpey

আফরোজা

×