ছবি : সংগৃহীত
নামাজের পূর্ণতা অর্জনের জন্য গভীর মনোযোগ এবং দৃষ্টির নিয়ন্ত্রণ একান্ত জরুরি। নামাজে যা বলা হয়, তার অর্থ জানা থাকলে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং অন্য কোনো চিন্তা মাথায় আসে না। বিশেষজ্ঞরা মনে করেন, নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাকবিরে তাহরিমা থেকে শুরু করে নামাজের প্রতিটি অবস্থানে দৃষ্টির সুনির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে। সিজদার জায়গায় দৃষ্টি স্থির রাখা, রুকুতে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকানো, সিজদায় নাকের আগায় এবং বৈঠকে নাভির দিকে দৃষ্টি নিবদ্ধ করা—এসব দৃষ্টিনিয়ন্ত্রণের মাধ্যমে মনোযোগ ধরে রাখা সম্ভব। সালাম দেওয়ার সময় দৃষ্টি থাকে কাঁধের দিকে।
নামাজে উচ্চারিত কথার অর্থ ও তাৎপর্য
নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম বলা হয় ‘আল্লাহু আকবার’—যার অর্থ, আল্লাহ মহান। এরপর সানা পাঠ করা হয়, যার অর্থ হলো, আল্লাহর প্রশংসা ও গুণগান করা। শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চেয়ে বলা হয়, ‘আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম।’
সুরা ফাতিহায় বলা হয়, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ (সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই)। এই সময় আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা আমার প্রশংসা করল।’ সুরা ফাতিহার প্রতিটি বাক্যে বান্দা ও আল্লাহর মধ্যে গভীর সম্পর্ক ফুটে ওঠে।
রুকুতে গিয়ে বলা হয়, ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ (আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি)। রুকু থেকে উঠে বলা হয়, ‘সামি আল্লাহু লিমান হামিদা।’
সিজদার তাৎপর্য
সিজদায় গিয়ে বান্দা বলে, ‘সুবহানা রাব্বিয়াল আলা’ (আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি)। সিজদার মাধ্যমে বান্দা তার বিনয় প্রকাশ করে।
তাশাহুদ ও দরুদ
তাশাহুদে আল্লাহর প্রশংসা এবং নবী করিম (সা.) এর প্রতি শান্তি ও দোয়া করা হয়। এরপর দরুদ পাঠ করে নবী করিম (সা.) ও তার বংশধরদের প্রতি রহমতের প্রার্থনা করা হয়।
নামাজ শেষ করার দোয়া
দোয়া মাসুরায় বলা হয়, ‘হে আল্লাহ! আমি আমার ওপর জুলুম করেছি। তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তুমি আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি রহম করো। নিশ্চয়ই তুমি দয়ালু ও ক্ষমাশীল।’
এইভাবে নামাজের প্রতিটি অংশ অর্থ বুঝে পড়লে নামাজের উদ্দেশ্য পূরণ হয় এবং তা মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
মো. মহিউদ্দিন