ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

সকালে কবুল হওয়ার কিছু বিশেষ দোয়া

প্রকাশিত: ০৫:২২, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৫:২২, ২৬ জানুয়ারি ২০২৫

সকালে কবুল হওয়ার কিছু বিশেষ দোয়া

ছবি: সংগৃহীত

রিজিক বৃদ্ধির জন্য:
"اللهم ارزقني رزقا حلالا طيبا وبارك لي فيه"
(হে আল্লাহ! আমাকে হালাল ও পবিত্র রিজিক দিন এবং তাতে বরকত দান করুন।)

দুশ্চিন্তা ও কষ্ট দূর করার জন্য:
"اللهم إني أعوذ بك من الهم والحزن، والعجز والكسل، والجبن والبخل، وضلع الدين وغلبة الرجال"
(হে আল্লাহ! আমি উদ্বেগ, দুঃখ, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা থেকে আশ্রয় চাই।)

ক্ষমার জন্য:
"اللهم إنك عفو تحب العفو فاعف عني"
(হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।)

নতুন দিনের জন্য শুকরিয়া ও নিরাপত্তার দোয়া
اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر
(হে আল্লাহ! আমার ও আপনার সমস্ত সৃষ্টির ওপর যে কোনো নেয়ামত আছে, তা একমাত্র আপনার পক্ষ থেকে। আপনিই একমাত্র অংশীদারবিহীন, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আপনার জন্য।) (আবু দাউদ)

বিপদ দূর করার দোয়া
اللهم إني أعوذ بك من الهم والحزن، والعجز والكسل، والجبن والبخل، وضلع الدين وغلبة الرجال
(হে আল্লাহ! আমি উদ্বেগ, দুঃখ, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা এবং ঋণের বোঝা থেকে আপনার আশ্রয় চাই।) (বুখারি)

সুরক্ষা ও শান্তির জন্য দোয়া
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
(আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) (তিরমিজি)

গুনাহ মাফ ও রহমতের দোয়া
اللهم إنك عفو تحب العفو فاعف عني
(হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।) (তিরমিজি)

ফজরের সময় বিশেষভাবে দোয়া কবুল হয়, তাই আমাদের উচিত এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহর কাছে চাওয়া ও প্রার্থনা করা। জীবনের সব সমস্যার সমাধান এবং কল্যাণ আল্লাহর হাতে, তাই একনিষ্ঠভাবে তার কাছে সাহায্য চাইলে তিনি কখনোই ফিরিয়ে দেন না।

শিলা ইসলাম

×