ছবি: সংগৃহীত
রাতের নির্জনতা এবং শান্ত পরিবেশে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ। ইসলামিক বিধানে বলা হয়েছে, কিছু বিশেষ সময় ও পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন।
বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পর করা দোয়া খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে, শেষ তৃতীয়াংশ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন—
"কেউ কি আছে যে আমাকে ডাকবে, আর আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি আছে যে আমার কাছে চাবে, আর আমি তাকে তা প্রদান করব? কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি তাকে ক্ষমা করব?" (বুখারি, মুসলিম)
দোয়া কবুলের পদ্ধতি
নিয়ত:
দোয়া করার সময় একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য চাইতে হবে।
তাহাজ্জুদ নামাজ:
রাতের বিশেষ সময়ে দুই রাকাত বা তার বেশি তাহাজ্জুদ পড়ার পর দোয়া করলে তা বেশি গ্রহণযোগ্য হয়।
আল্লাহর প্রশংসা ও দরুদ:
দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়া কবুলের অন্যতম শর্ত।
নিচু কণ্ঠে ও আন্তরিকভাবে:
মন থেকে গভীর আবেগ ও বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে।
হালাল জীবিকা: দোয়া কবুল হওয়ার জন্য জীবিকা অবশ্যই হালাল হতে হবে।
রাতের নির্জন মুহূর্তে, শেষ রাতে আল্লাহর কাছে কাকুতি-মিনতি করে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আমাদের উচিত এই বিশেষ সময়কে কাজে লাগিয়ে নিজেদের গুনাহ মাফ চাওয়া, প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা।
শিলা ইসলাম