ছবি: সংগৃহীত
প্রতিদিনের জীবনে সচ্ছলতা ও বরকতের জন্য উপার্জন বাড়ানোর চেষ্টা করা স্বাভাবিক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিশেষ আমল ও দোয়া রয়েছে, যা করলে আল্লাহর রহমতে রিজিক বৃদ্ধি হতে পারে।
ইসলামিক আমল ও দোয়া:
বেশি বেশি ইস্তিগফার পড়ুন
পাপকর্ম রিজিক কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন “আস্তাগফিরুল্লাহ” বেশি বেশি পড়লে আল্লাহর রহমতে রিজিকের দরজা খুলে যেতে পারে।
তাকওয়া অবলম্বন করুন
আল্লাহ বলেন, “যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।” (সূরা আত-তালাক: ২-৩)
দান-সদকা করুন
রাসুল (সা.) বলেছেন, “দান-সদকা সম্পদের ঘাটতি ঘটায় না।” (মুসলিম) নিয়মিত দান করলে বরকত বাড়ে এবং অর্থনৈতিক সচ্ছলতা আসে।
ফজরের পর দোয়া করুন ও কাজ শুরু করুন
ফজরের নামাজের পর কাজে নেমে পড়লে রিজিকে বরকত আসে। রাসুল (সা.) দোয়া করেছেন, “হে আল্লাহ! আমার উম্মতের সকালকে বরকতময় করুন।” (তিরমিজি)
আল্লাহর উপর ভরসা রাখুন ও হালাল উপার্জন করুন
হারাম উপায়ে উপার্জন করলে বরকত কমে যায়। তাই হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
শিলা ইসলাম