ছবিঃ সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ এক বক্তব্যে উল্লেখ করেছেন, ইসলামের দৃষ্টিতে বিয়ের পরে মেয়েদের নিজেদের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা বা নাম পরিবর্তন করা উচিত নয়। তিনি বলেন, ইসলামে প্রত্যেকের পরিচয় তাদের পিতার মাধ্যমে নির্ধারিত হয়, এবং এটি কুরআন ও হাদিসের স্পষ্ট নির্দেশনার ভিত্তিতে।
শায়খ আহমাদুল্লাহ আরও ব্যাখ্যা করেন, নাম পরিবর্তন করার ফলে পিতার পরিচয় মুছে যায়, যা ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়। বরং মেয়েদের নাম সব সময় পিতার নামের সঙ্গে থাকা উচিত, যা তাদের সঠিক পরিচয় ও বংশ পরম্পরা বজায় রাখে।
তিনি উল্লেখ করেন, ইসলামের মূলনীতিতে পিতার নামের মাধ্যমে পরিচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু ব্যক্তির পরিচয়ের জন্য নয়, বরং উত্তরাধিকার ও অন্যান্য ধর্মীয় বিধানের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। তাই বিয়ের পরে নাম পরিবর্তন করার বিষয়টি ইসলামসম্মত নয়।
এই বক্তব্যে তিনি মুসলিম সমাজে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=vFVmv2HLwd8&ab_channel=Ahmadullah
জাফরান