ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

যেভাবে মুনাফা নিলে সুদ হবে না

প্রকাশিত: ১৪:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৪১, ১৮ জানুয়ারি ২০২৫

যেভাবে মুনাফা নিলে সুদ হবে না

ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ আলোচনা করেন কিভাবে মুনাফা নিলে সুদ হবে না। তিনি বলেন, ধরেন, আপনি একটা ব্যবসা করেন। আপনার ব্যবসায়ে আমি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলাম। এই বিনিয়োগের আনুপাতিক হারে যে মুনাফা হবে তার ৫০ শতাংশ আমাকে দিবেন আর বাকি ৫০ শতাংশ আপনি নিবেন। এখানে ৬০-৪০ বা ৭০-৩০ শতাংশের অনুপাতেও করা যাবে বন্টন। 

আরেকটি উপায়ের কথা উল্লেখ করে তিনি বলেন,  আমি আপনাকে ১ লক্ষ ধার বা ঋণ  দিলেন। ২-৪ মাস পর কিংবা ১ বছর পর এই টাকা ফেরত দেওয়ার সময় ভাবলেন একটা মানুষ আমার উপকার করেছে তখন তাকে কিছু টাকা বাড়াই দেওয়া জায়েজ আছে। এখানে টাকাটা খুশি হয়ে দেওয়া। কেউ কোনো আশা রাখবে না যে দিবে টাকা বা দায় থাকবে না টাকা দেওয়ার। এটি আল্লাহকে খুশি করার জন্য দেওয়া। আপনি টাকা ফেরত দেওয়ার সময় নিজের জায়গা থেকে বাড়িয়ে দিয়েছেন,এটা কিন্তু সুদ নয়। এটা বরং করজে হাসান অর্থ্যাৎ আপনি ঋণ উত্তমভাবে পরিশোধ করা হবে।

নাহিদা

×