ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের দাবানল: কতটুকু প্রাসঙ্গিক ইসলাম ও ফিলিস্তিন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৫, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১৬, ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের দাবানল: কতটুকু প্রাসঙ্গিক ইসলাম ও ফিলিস্তিন

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি একটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীদের দিনরাতের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শক্তিশালী বাতাসের কারণে আগুন আবারও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ পর্যন্ত পঞ্চাশ একরেরও বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। এই ঘটনা নিয়ে অনেকে বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ এটিকে আল্লাহর গজব হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ ফিলিস্তিনের গাজার ওপর হামলার প্রতিশোধ হিসেবে দেখছেন।

এই প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা সায়খ আহমাদুল্লাহ বলেন, "আমরা জানি ক্যালিফোর্নিয়া, বিশেষ করে হলিউড, বিশ্বব্যাপী বিনোদনের শহর হিসেবে পরিচিত। তবে এটি অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলামবিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত। কিন্তু এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।"

তিনি আরও বলেন, "ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুঃখ-কষ্টে উল্লাস করা সঠিক নয়। বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি।"

ইসলাম এমন পরিস্থিতিতে নিজের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায়। সায়খ আহমাদুল্লাহ বলেন, "প্রতিটি বিপর্যয় আমাদের জন্য পরীক্ষা। একে আল্লাহর শাস্তি হিসেবে নয়, বরং নিজের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত।"

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=Vk6wZq5i4Zk&ab_channel=ATNNews

জাফরান

×