ছবি: সংগৃহীত
যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহতায়ালা বিভিন্নভাবে সতর্ক করে থাকেন। কখনো প্রকৃতির তান্ডবের মাধ্যমে কখনো মানুষের সৃষ্ট দূর্যোগের মাধ্যমে। কোরআনে স্পষ্ট বলা আছে,মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে। ' সূরা রুম( আয়াত-৪১)।
লস এঞ্জেলসে দাবানল যেন এরই সতর্কবার্তা। কারন এ শহর তারকা ও বিত্তশালীদের বিলাসবহুল জীবন যাপনের বাহিরে ছিলো অন্ধকার এক জগৎ। অশ্লীলতায় মোড়ানো এই শহরের সান ফার্নান্ধো ভ্যালি এলাকা ছিলো পর্ণ সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত। যার ফলে কেউ কেউ এই শহরকে পাপের নগরী বলে সম্বোধন করেন। লস এঞ্জেলস শহরেই চলচ্চিত্র জগতের হলিউড অবস্থিত। সম্প্রতি এই শহর পরেছে দাবানলের মুখে। পুড়েছে হাজার হাজার একর জমি। বিশেষজ্ঞরা বলছে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের এই অবস্থা। কিন্তু ইসলামি দৃষ্টিকোন থেকে শুধু প্রাকৃতিক নয় বরং আল্লাহ তায়ালা থেকে সতর্ক বার্তা। তাইতো আল্লাহ রাসূল (সা:) বলেছেন, অশ্লীলতা ও নির্লজ্জতা কোনকিছুকে সুন্দর্য বৃদ্ধি করে না, বরং তা ক্ষতি করে।
সর্বশেষ তথ্য মতে,ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ বিলিয়ন ডলান। নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনও আগুনে পুড়ছে নতুন নতুন এলাকা। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এরই মধ্যে তীব্র বাতাসের আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মহি