নামাজের মধ্যে সূরা পড়তে ভুল হয়ে গেলে কি করা উচিত?
এর উত্তরে শায়খ মতিউর রহমান মাদানী বলেন, “নামাজের মধ্যে সূরা পড়তে ভুল হয়ে গেলে একটু থেমে আবারও সূরা মনে করার চেষ্ঠা করতে হবে। এভাবে পুরো সূরা মনে পড়ে গেলে ভালো, না হয় অন্য সূরা পড়া যাবে।”
রাসূল (সা.) বলেন, “কোরআন থেকে যা সহজসাধ্য হয় তাই তিলাওয়াত করতে থাকো”
মতিউর রহমান মাদানী আরো বলেন,ধরুণ আপনি সূরা মূলক পড়ছেন,সেখানে ভূল হয়ে গেলে সূরা ইয়াসিন শুরু করলেন তাতে কোনো সমস্যা নেই। তিনি আরো যুক্ত করেন,সুন্নত সালাতে আল কোরআন দেখে পড়তে কোনো বাধা নেইে,এতে ভুল হবার সম্ভাবনা কম।তবে ফরজ নামাজে এটি করা যাবে না ।
সূত্র: https://www.youtube.com/watch?v=pWtbH24plpA