ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পুরুষের অজু ভাঙে যেসব কারণে

প্রকাশিত: ০৩:৪৩, ১৫ জানুয়ারি ২০২৫

পুরুষের অজু ভাঙে যেসব কারণে

ছবি: প্রতীকী

অনেকের ধারণা রয়েছে যে, অজু করার পর শরীরের সতর—অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো অংশ প্রকাশ পেলে অজু ভেঙে যায়, তবে এটি সঠিক নয়।

শরীয়ত অনুযায়ী, সতরের অংশ ঢেকে রাখা ফরজ হলেও, সতরের কোনো অংশ প্রকাশ পেলে অজু ভাঙবে না।

অজু ভাঙার মূল কারণগুলো হলো: পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, শরীর থেকে রক্ত বা পুঁজ বের হলে, মুখ ভরে বমি করা, নাক দিয়ে রক্ত বা মজি বের হওয়া, থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিৎ হয়ে ঘুমানো, পাগল বা মাতাল হওয়া, নামাজে উচ্চস্বরে হাসি দেওয়া এবং নারীদের ইস্তেহাজার রক্ত বের হলে।

এসব কারণে অজু ভেঙে যায়, কিন্তু সতর প্রকাশ পাওয়ায় অজু ভাঙবে না।

এম.কে.

×