সংগৃহীত ছবি
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। যার উপর কুরআন অবতীর্ণ হয়। ২৩ বছর নবুয়্যতের দীর্ঘ সময়ে প্রয়োজনীয় সকল কথা তিনি জানিয়েছেন। জীবনের অন্তিম সময়ে বিদায় হজের ভাষণে তিনি উম্মতের প্রতি কিছু নির্দেশনা দেন। সর্বশেষ একটি নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ। যে নির্দেশনায় জিয়ন কাঠির স্পর্শের মতো বদলে যেতে পারে জীবন।
তিনি বলেন, 'হে লোক সকল আমি জানতে পেরেছি তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে ভয় করছো। হ্যাঁ, আমি আমার মহান রবের সাথে শীঘ্রই মিলিত হতে যাচ্ছি। এবং তোমরাও আমার সঙ্গে মিলিত হবে। তবে তোমাদের সঙ্গে মিলনের স্থান হবে হাউজে কাউসার। অতএব যে এটা পছন্দ করে, কিয়ামত দিবসে হাউজে কাউসার দ্বারা পরিতৃপ্ত হবে; সে যেন আপন হাত ও মুখ কে অনর্থক কাজ ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখে। আমি তোমাদের মুহাজির ভাইদের সাথে সদাচরণ ও সকলে ঐক্যবদ্ধ থাকার ওসিয়ত করছি।'
রাসূল (সা.) আরো বলেন, 'মানুষ যখন আল্লাহর নির্দেশনা মেনে চলে তখন তাদের শাসকরা তাদের সাথে সদাচরণ করে। আর যখন তারা নির্দেশনা অমান্য করে তখন তাদের শাসকরাও তাদের প্রতি কঠোর আচরণ করে।'
JF