ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

এবার যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:০১, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৮, ১৩ জানুয়ারি ২০২৫

এবার যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

ছবিঃ সংগৃহীত

ওয়াজ মাহফিলে শ্রোতাদের উদ্দেশে  'তুমি' সম্বোধন করায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৩ জানুয়ারি) তিনি ব্যাখ্যা দেন।

আজহারী জানান, তিনি সাধারণত শ্রোতাদের "আপনি" বলেই সম্বোধন করেন। তবে তরুণ প্রজন্মের প্রতি স্নেহ ও ভালোবাসা থেকেই কখনো কখনো কিশোর-তরুণদের "তুমি" বলে সম্বোধন করেন।

তিনি লেখেন, "মাহফিলে বেশিরভাগ সময় শ্রোতাদের 'আপনি' বলেই সম্বোধন করি। তবে তরুণ ও কিশোর শ্রোতাদের মাঝে মাঝে 'তুমি' বলি। এতে তাদের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি হয়।"

আজহারী আরও বলেন, সময় বদলেছে, এখন ওয়াজ মাহফিলে বয়স্কদের পাশাপাশি তরুণ প্রজন্মের জেনারেশন জেড সদস্যরাও উপস্থিত থাকেন। তারা "তুমি" সম্বোধনে বেশি উৎসাহিত হন।

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, "ওদের আপন করে নিতেই স্নেহভরে 'তুমি' বলি। আপনি-তুমির মিশেলে চলুক আমাদের ভাবের আদান-প্রদান।"

আজহারীর ব্যাখ্যা সমালোচকদের পাশাপাশি তার অনুসারীদেরও মনোযোগ আকর্ষণ করেছে।

জাফরান

×