ছবি: সংগৃহীত
ড. জাকির নায়েক কে নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। গত সেপ্টেম্বরে 'মুসলিম উম্মাহ'র চলমান সংকট ও আমাদের করণীয়' শীর্ষক এক সেমিনারে খালিদ হাসান এই বক্তব্য প্রদান করেন।
ড. জাকির নায়েককে মুসলিম উম্মাহের সম্পদ উল্লেখ করে বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, জাকির নায়েককে নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে নরেন্দ্র মোদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একজন মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আছে, আপনি তাকে ফেরত দেন। আমি তাকে বিচারের মুখোমুখি করব। তিনি আরো বলেন, ভারতে উনার নাগরিকত্ব নেই, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মালয়েশিয়ায় কোন কথা বলতে পারেন না। রেডিও, টেলিভিশন, সেমিনার, জনসভা কোথাও কোন কথা বলা যাবে না। তার আরপি (রেসিডেন্স পারমিট) বাতিল হয়ে যেতে পারে। কানাডা, ইংল্যান্ড ভিসা দিচ্ছে না। সৌদি আরব থেকে বের করে দিয়েছে। কারণ তিনি স্কলার অন 'কম্পারেটিভ স্টাডি অব রিলিজিওন'। বিভিন্ন ধর্মের উপর তার পড়াশোনা আছে। ভারতের হিন্দুত্ববাদী সরকার ক্ষেপে যাওয়ার কারণ জাকির নায়েক বলেছে, হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই, কোথায় আছে দেখাও। এটা বলার পর ভারত মনে করল হিন্দু ধর্ম গোড়া তো শেষ!
JF