ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার দাবানলে উল্লাস করা কি ইসলাম সমর্থন করে?

প্রকাশিত: ২২:০৮, ১২ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ার দাবানলে উল্লাস করা কি ইসলাম সমর্থন করে?

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার একটি শহরে সাম্প্রতিক দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এই ঘটনাকে কেউ কেউ আল্লাহর আজাব বা শাস্তি হিসেবে দেখছেন। তবে বিষয়টি নিয়ে উল্লাস করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে বিতর্ক উঠেছে।

ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ বিষয়টি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা জানি, হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও, এটি অশ্লীলতা এবং বিবাহবহির্ভূত সম্পর্ক প্রচারের জন্যও কুখ্যাত। এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরআনে ইঙ্গিত পাওয়া যায়। তবে নিশ্চিত করে এটি আল্লাহর আজাব কিনা বলা কঠিন।”

তিনি আরও বলেন, “ঈমানদারদের উচিত এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, উল্লাস নয়। পম্পেই নগরীর মতো অতীতের উদাহরণ আমাদের সতর্ক করে দেয় যে, অন্যায় এবং সীমালঙ্ঘনের জন্য আল্লাহর শাস্তি আসতে পারে। হলিউডে ঘটে যাওয়া এই দাবানলও তেমনই একটি বার্তা হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে বলেন, “আমরা গায়েবের মালিক নই। নবী-রাসূলের যুগ শেষ হওয়ার কারণে ওহী থেকে সরাসরি নির্দেশ পাওয়া আর সম্ভব নয়। তাই কোনো ঘটনার পেছনে আল্লাহর নির্দিষ্ট শাস্তি রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা ভুল হবে। তবে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের ঈমানের অংশ হওয়া উচিত।”

ইসলামের দৃষ্টিকোণ থেকে, মানুষের দুঃখ-কষ্টের সময়ে উল্লাস করা সমর্থনযোগ্য নয়। বরং প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসা এবং তাকওয়ার চর্চা করা জরুরি। শায়খ আহমাদুল্লাহ এই ঘটনার প্রসঙ্গে দুনিয়াবি এবং আখিরাতের পার্থক্য ব্যাখ্যা করে বলেন, “যারা আখিরাতে বিশ্বাসী, তাদের জন্য দুনিয়ার ক্ষতি চূড়ান্ত নয়। কিন্তু যারা বিশ্বাসী নন, তাদের কাছে দুনিয়াটাই সব। তাই তাদের জন্য এ ধরনের ক্ষতি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।”

অন্যদিকে, মুসলমানদের উচিত আল্লাহর পথে অবিচল থেকে অন্যায় এবং গুনাহের কাজ থেকে দূরে থাকা। শায়খ আহমাদুল্লাহ আল্লাহর প্রতি আনুগত্য এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সবার জন্য আল্লাহর রহমত কামনা করেন।

এই ঘটনাকে ঘিরে ইসলামের শিক্ষাগুলো আমাদের জীবনকে আরও সঠিক পথে পরিচালিত করতে পারে। প্রত্যেকটি বিপর্যয় আমাদের জন্য একটি সতর্কতা এবং আল্লাহর পথে ফিরে আসার সুযোগ।

ভিডিও দেখুন: https://youtu.be/6cb2T9PXxeI?si=lrQWaV8CMzvesVQi

এম.কে.

×