ছবিঃ সংগৃহীত
সিলেট মহানগরীতে আয়োজিত তিন দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলের শেষ দিনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। মাহফিলের আগে থেকেই পুরো এলাকায় ছিল ব্যাপক প্রস্তুতি। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে না পারার অভিযোগ উঠেছে।
মাহফিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, আজহারী তার বয়ান দিচ্ছিলেন। এ সময় শ্রোতাদের একটি ছোট অংশ হট্টগোল করার চেষ্টা করে। আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি।
বক্তা শ্রোতাদের কাছে কয়েক মিনিটের জন্য শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন। দোয়া শেষে তিনি বলেন, “সিলেট আজকে কি করেছো, মনে থাকবে।”
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই এমন পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের মাহফিল আরও শৃঙ্খলাপূর্ণ করার আহ্বান জানিয়েছেন।
সুত্রঃ https://www.youtube.com/watchv=nm3n2gi6r7I&ab_channel=PrimeSylhet
জেআই