ছবি: প্রতীকী
ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বিধান। পবিত্র জীবনযাপনের জন্য এটি অপরিহার্য। বিয়ের আগে পাত্রী দেখার বিষয়ে ইসলামে বিশেষ অনুমতি রয়েছে, তবে এর কিছু নির্দিষ্ট সীমারেখা ও আদব মেনে চলা প্রয়োজন।
ফকিহরা একমত যে, পাত্রের জন্য বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখা অনুমোদিত। হাদিসে জাবির (রা.) বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে কেউ যখন কোনো নারীকে বিয়ের জন্য পছন্দ করে, তবে সে যেন এমনভাবে তাকায় যা তাকে বিয়ের প্রতি আগ্রহী করবে।"
পাত্রীকে কতটুকু দেখা যাবে, তা নিয়ে আলেমদের বিভিন্ন মতামত রয়েছে। অধিকাংশ আলেম মনে করেন, পাত্রীর মুখমণ্ডল ও হাত কবজি পর্যন্ত দেখা জায়েজ। কারণ, মুখ সৌন্দর্যের মূল প্রকাশ এবং হাতে স্বাস্থ্য বোঝা যায়। তবে শরীরের অন্য কোনো অংশ দেখা কিংবা হাত স্পর্শ করা জায়েজ নয়।
আলেমরা আরও উল্লেখ করেছেন, আংটি পরানোর মতো কাজ পাত্র নিজে না করে পাত্রীর মাহরাম বা অন্য কোনো নারী দিয়ে করানো উত্তম।
ইসলামের বিধান মেনে পাত্রী দেখার ক্ষেত্রে এ ধরনের সতর্কতা এবং সীমারেখা রক্ষা করা পবিত্র জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে।
সূত্র : তাবয়ীনুল হাকায়েক ৭/৪০, বাদায়েউস সানায়ে ৪/৩০১, রদ্দুল মুহতার ৬/৩৭০, ইলাউস সুনান ১৭/৩৮০
এম.কে.